পুলিশ অফিসারদের শুভেচ্ছা জানালেন মসজিদের ইমাম সাহেবরা

আজিজুর রহমান,গলসি : পুলিশ ডে উপলক্ষে গলসি থানার সকল পুলিশ অফিসারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো কল্যাণের শপথ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের উপদেষ্টা হাজি মহবুবুল হক শুক্রবার রাতে আশপাশের মসজিদের ইমামদের সাথে নিয়ে থানায় আসেন। তিনি বলেন, নিত্যদিন পুলিশের কাছ থেকে আমরা পরিসেবা পেয়ে থাকি। আজকের দিনটি তাদের কাছে খুবই আবেগের। তাছাড়াও গলসি ওসি ও তার টিম আমাদের প্রতি মসজিদের ইমামদের ঈদ ও বকরীদে ফুল মিষ্টি পাঠান। তাই আজকের দিনে আমরাও তাদের শুভেচ্ছা দিতে ছুটে এলাম। একটু সৌহার্দ্য বিনিময় করলাম। ওসি দীপঙ্কর সরকার ইমাম সাহেবদের বলেন, আপনারা আসায় গর্বে আমাদের খুবই ভালো লাগছে। আমরা বিভিন্ন সময়ে আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতে পাবো এটারও আশা রাখি। বুঁইচা মসজিদের পেস ইমাম, মৌলনা ইমামুন মুবিন বলেন, আমরা কোন সমস্যায় পরলে ওসির কাছে আসি তিনি খুবই দায়িত্বশীল। তাছাড়াও থানার সকল অফিসারদের ব্যবহার খুবই ভালো। আজকে তাই তাদের সবাইকে একটু সম্মান জানালাম। সাথে সাথে সৌহার্দ্য ও ভালবাসা বিনিময় করলাম।