আন্ডারপাশের দাবীতে বন্ধ হল জাতীয় সড়কের কাজ

আজিজুর রহমান : গলসির মথুরাপুর গ্রামে আন্ডারপাশের দাবীতে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করলো গ্রামবাসীরা। জানা গেছে, ইতিমধ্যেই গলিগ্রাম, ভাসাপুর, মথুরাপুর এই তিনটি গ্রামে আন্দোলনের জেরে দীর্ঘ কয়েকমাস সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে ছিল। এরপর, কয়েকদিন আগে মথুরাপুর ও গলিগ্রামের রাস্তার পাশে নালা তৈরির কাজ শুরু করে সড়ক কতৃপক্ষের একটি ঠিকা সংস্থা। গ্রামবাসী জয়দেব কর্মকার বলেন, এখন আচমকা আমরা জানতে পারি মথুরাপুরের আন্ডারপাশটি সরিয়ে কমবেশি এক কিমি দুরে গলিগ্রাম গুসকরা মোড়ে করা হচ্ছে। তার কপিও আছে আমাদের কাছে। অথচ আমাদের গ্রামের লাইট ভিকেল্স আন্ডারপাস প্রথম লিস্টে ছিল। গলিগ্রাম গুসকরা মোড়ের টা নতুন করে হোক তা আমারাও চাই। তবে ওটার জন্য আমাদেরটা বন্ধ হলে আমরা মানবো না।

    মথুরাপুরের বাসিন্দা প্রশান্ত মিত্র জানান, সব জায়গায় মতো তাদের গ্রামের মোড়টিও গুরুত্বপূর্ণ। এই মোড় দিয়ে প্রসুতি মা থেকে স্কুল পড়ুয়ারা যাতায়াত করেন। আন্ডারপাশ না হলে দুটি গ্রামের মানুষ আজীবন সমস্যায় পরবেন। তবে না হলে এবার জাতীয় সড়কে বসে আন্দোলনের হুশিয়ারি দেন তিনি। এদিকে ঘটনায় চরম বিশৃঙ্খলার জেরে কাজের সাইড ছেড়ে চলে যান ঠিকা সংস্থার শ্রমিকরা।

    অনিরুদ্ধ সাহা নামে এক গ্রামবাসী বলেন, বিষয়টি আমরা সবাইকে জানিয়েছি। তখন মথুরাপুরেরটাও হবে বলা হয়েছিল। এখন শুনছি ওটা অন্য জায়গায় হচ্ছে। আন্ডারপাশটি না হলে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় লোক মরবে। স্বাভাবিক ভাবেই গ্রামের মানু‌ষ ক্ষোভ রাস্তার কাজ বন্ধ করেছে। সুত্রের খবর, সরিয়ে নিয়ে যাবার বিষয়টি নিয়ে গলিগ্রাম ও মথুরাপুর দুটি পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে বিতর্কের দানা বেঁধেছে। এর জেরে ক্ষোভে ফুঁসছে দুটি গ্রামের মানুষরা। যার ফলে যেকোন সময় গ্রামে গ্রামে অশান্তি বাঁধার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে অশান্তি রুখতে ঠিক সংস্থা ও গ্রামবাসীদের আলোচনা বসাতে উদ্দ্যোগী হয়েছে পুলিশ।