|
---|
জাকির হোসেন, নতুন গতি, বারাসাত:
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর বিড়া জুলফিক্কারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশন ( জয়েফ ) উদ্যোগে কশ্মীরে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জয়েফের কর্ণধার পীরজাদা মহেবুল্লাহ হুসাইনী সাহেব তিনি বলেন কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে ভারতীয় সেনা বাহিনীর উপরে এর নিন্দা প্রতিবাদ জানানোর ভাষা নেই এরকম সন্ত্রাসবাদি হামলা করে যারা করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা দরকার।
সন্ত্রাসবাদীদের কোন ধর্ম হয় না কোন জাত হয়না দেশের স্বার্থে যারা এই অপকর্ম করেছে তাদের শাস্তি দরকার। হ্যালো উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী তিনি বলেন মানব সেবায় অধিকার রক্ষায় এগিয়ে আসি আমরা সবাই। এই লক্ষ্য ধারা নিয়ে আমরা রাজ্য সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের মানব সেবা সমাজ সচেতন ও তার কাজ করে চলেছি।
মানব সেবা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এই সেবার মধ্য দিয়েই মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সেখ কামালুদ্দিন ,কর্মধক্খ শামসুল আলম, শাখা সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ