তীব্র গরম, গরমের ছুটির মেয়াদ বাড়ানো হলো

নিজস্ব সংবাদদাতা :রাজ্য আবারো তাপমাত্র অতিরিক্ত হাড়ে বৃদ্ধি পেয়েছে,রয়েছে অস্বস্তিকর গরম। সেই কারণে রাজ্যের সরকারি স্কুলে গরমের ছুটির মেয়াদ আরও ১০দিন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি সাংবাদিক বৈঠক করে জানান, প্রবল গরম। আবহাওয়া দফতর বিভিন্ন জেলায় তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে। এই পরিস্থিতিতে স্কুলের ছুটির মেয়াদ ১০দিন বাড়ানো হল। উল্লেখ গরমের ছুটি সম্পন্ন হবার পর আগামী ৫ জুন মাধ্যমিক এবং ৭ জুন মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুল খুলে যাওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুটি ক্ষেত্রেই স্কুল খুলবে ১৫ জুন। বেসরকারি স্কুলগুলির কাছেও এই আবেদন জানানো হয়।

     

    মঙ্গলবার এই বিষয়ে জানানো হয় আগামী পাঁচই ৫ জুন থেকে খুলবে রাজ্যে সরকারি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। পরবর্তী প্রাথমিক স্কুল খুলে যাওয়ার কথা ছিল ৭ জুন থেকে। মঙ্গলবার, মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এই সিদ্ধান্ত জানায় শিক্ষা দফতর। উল্লেখ্য ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র গরমের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুসারে ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। সেই সময় সরকারি নির্দেশিকায় বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুসারে , গরমের ছুটি শেষ হবার কথা আগামী ৪ জুন। ৫ তারিখ থেকে স্কুল খুলবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চায় পর্ষদ। কারণ, পর্ষদের কাছে স্কুল খোলার তারিখ জানতে চাইছে স্কুল কর্তৃপক্ষ। মাঝে কদিন বৃষ্টি হলেও, আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাই এই রকম পরিস্থিতিতে সোমবার থেকে সরকারি স্কুল খুলবে কি না তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয় সোমবার থেকেই ধাপে ধাপে খুলবে স্কুল। তবে বুধবার, মুখ্যমন্ত্রী জানান আগামী ১৫জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সরকারি স্কুল। বেসরকারি স্কুলের নিকট ও আবেদন জানিয়েছে রাজ্য সরকার।