শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বামেদের ডেপুটেশন দুবরাজপুরে

 

    নিজস্ব সংবাদদাতা- মানবচরিত্রে যেসব খারাপ দিক আছে, তার মধ্যে হিংসা-বিদ্বেষ মারাত্মক ক্ষতিকারক। ব্যক্তি, পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, ঈর্ষাকাতরতা, কলহ-বিবাদ প্রভৃতি মানুষের শান্তিপূর্ণ

     

    জীবনকে অত্যন্ত বিষময় করে তোলে। এতে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অন্যের সুখ-শান্তি ও ধন-সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে। হিংসা-বিদ্বেষ একটি ভয়ানক সংক্রামক ব্যাধি। মানুষের হীন মনমানসিকতা, ঈর্ষাপরায়ণতা, পদমর্যাদার লোভ-লালসা থেকে হিংসা-বিদ্বেষের উৎপত্তি ও বিকাশ হয়। পশ্চিমবাংলায় সপ্তদশ লোকসভা নির্বাচন বহু আগেই শেষ হয়েছে তার পরেও বহু জায়গায় ঘটে চলেছে ভোট-পরবর্তী হিংসা। বুধবার দুবরাজপুর থানাতে ডেপুটেশন দিল শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বামেরা। এদিন ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএম সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কমরেড বিজয় বাগদি, কমরেড স্বপন মুখার্জি, কমরেড স্বাধন ঘোষ , কমরেড শীতল বাউরী, কমরেড দেবি দাস ব্যানার্জি ছাড়াও আরো প্রথম সারির নেতৃত্ব।