|
---|
মহিউদ্দীন আহমেদ, বোলপুর: বুধবার হতে চলেছে ঈদ-উল-জ্জোহা। তার আগে আজ শনিবার ছিলো ইলামবাজারের সুখবাজার গরুর হাট। ঈদের আগে শেষ হাটে গরুর ব্যাপক কেনাবেচা দেখা গেলো শনিবার। সকাল থেকে সুখবাজার গরুর হাটে ছিলো ব্যাপক ভীড়।
বীরভূমের ভিন্ন প্রান্ত ছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমানের সাধারন ক্রেতাদের ভীড় দেখা যায় এদিন। তবে গরুর চাহিদার তুলনায় জোগান কম বলেই জানাচ্ছেন গরু ব্যাবসায়ীরা। তাই দামও বেশী। এদিন হাটে এক একটি গরু ১৭ হাজার থেকে ত্রিশ হাজার টাকার মতো দাম ছিলো। দামে শুনে সাধারন মানুষের মাথায় হাত। আউসগ্রাম থানার ভেদিয়া এলাকার রবিউল মন্ডল বলেন, বুধবার কুরবানী। আজই গরু কিনতে হবে। না হলে উপায় নাই। ক্রেতার চাহিদা যেমন তেমনি হু হু করে বাড়ছে দামও। গরু কেনাবেচা করা ব্যাবসায়ীরা জানান, যে হারে গরুর চাহিদা সেহারে জোগান নেই। সমস্যা সেখানেই। এমনিতেই দীর্ঘ লক ডাউন চলার পর জেলায় জেলায় গরু কেনাবেচায় সমস্যা তৈরী হয়েছে। ভিন জেলা বা রাজ্য থেকে গরু আমদানী রপ্তানীতেও সমস্যা তৈরী হয়েছে। তাই গরুর জোগান কমেছে। দাম বেড়েছে। প্রতি শনিবার বীরভূমের ইলামবাজার বসে গরুর হাট। গরু ছাড়াও মোষ, হাঁস, মুরগী সব ধরনেরই বেঁচা কেনা হয়। এই সুখবাজার গরুর হাট রাজ্যের মধ্যে অন্যতম বৃহত্তম হাট। সেই শনিবারের হাটে গরু কেনাবেচায় দেখা গেলো ব্যাপক ভীড়।