|
---|
নিজস্ব সংবাদদাতা :আর হাতে মাত্র দুই দিন, তারপরেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কুমারটুলির মৃৎ শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। যতটা সম্ভব এই দুই দিনের মধ্যে বেশি করে প্রতিমা বানাতে হবে। গত দুই বছরের তুলনায় এই বছরে সরস্বতী প্রতিমার চাহিদা বেড়েছে। করোনার নাগপাশ থেকে অনেকটাই মুক্ত এই পৃথিবী, সেই কারণে এবারে সরস্বতী পূজার সংখ্যা অনেকটাই বেড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,কোচিং সেন্টার, সহ আরো বিভিন্ন জায়গায় এবারে সরস্বতী পুজো হবে। সরস্বতী পুজো একধারে বাঙালির ভ্যালেন্টাইনসডে, সরস্বতী পূজার প্রস্তুতি জোর কদমে চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইতিমধ্যে পুজোর জন্য প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গেছে। কুমারটুলির মৃৎশিল্পীরাও আশা করছেন এবারে তাদের ভালই লক্ষ্মী লাভ হবে।