শিলিগুড়ি পুরসভা দখলে আনতে সড়ক নির্মাণ সহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রায় তিন কোটি টাকা ধার্য শাসকদলের

শিলিগুড়ি: উত্তরবঙ্গের সবথেকে বড় পুরসভা হল শিলিগুড়ি পুরসভা । করোনা মহামারীর কারণে রাজ্যের একাধিক পৌরসভা নির্বাচন হয়নি। প্রসঙ্গত এই বিষয়ে জানা গিয়েছে কলকাতা পৌরসভা নির্বাচন হবার পরেই রাজ্যের বাকি এলাকাগুলোতে পৌর নির্বাচন হবে বলে জানা গিয়েছে ।

    উত্তর বঙ্গের সবথেকে বড় পুরসভা হলো শিলিগুড়ি। কিন্তু শাসকদল রাজ্যের বিভিন্ন জায়গার পৌরসভা নিজেদের দখলে আনতে পারলেও এই পৌরসভাটি নিজেদের দখলে আনতে পারেনি । তাই এইবারে যাতে এই পৌরসভা শাসক দল নিজেদের দখলে আনতে পারে তার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দিয়েছে। শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে শাসক দলের প্রতিনিধিরা মানুষের সুবিধা অসুবিধার কথা শুনছেন এবং সেই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় তার চেষ্টা করা হচ্ছে। গতকাল অর্থাৎ শুক্রবার দিন মোটা শহরের সড়ক নির্মাণ সহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রায় তিন কোটি টাকা ধার্য করা হয়েছে। শিলিগুড়ি পুরো নিগমের মোট ৪৭ টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে মোট সতেরোটি ওয়ার্ড জলপাইগুড়ির অন্তর্ভুক্ত। বর্তমানে প্রশাসক মন্ডলীর সদস্যরা এই বোর্ড চালাচ্ছেন।

    প্রশাসক মন্ডলীর সদস্য দের মধ্যে অন্যতম প্রাক্তন ১৪ ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি শ্রাবণী দত্ত। পরিকল্পনা মাফিক কাজ করবার জন্য ওনার যথেষ্ট খ্যাতি রয়েছে। নিজের এলাকায় একাধিক রাস্তা নির্মাণের কার্য সম্পন্ন করেছেন। করোনা মহামারীর সময় নিঃসার্থ সাধারণ মানুষের পাশে ছিলেন।

    আগামী ১৩ ডিসেম্বর থেকে শিলিগুড়ি মহকুমার মেলা শুরু হয়ে চলেছে বাঘাযতীন পার্কে।