অবশেষে জল্পনার সমাপ্তি, ইয়েদুরাপ্পার পরিবর্তে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন “বাসবরাজ বোম্মাই

নতুন গতি, ওয়েব ডেস্ক : অবশেষে চূড়ান্ত হলো নাম, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলো বিজেপি। বিএস ইয়েদুরাপ্পার জায়গায় বসছেন বাসবরাজ বোম্মাই। বেঙ্গালুরুতে বিজেপির বিধায়কদের বৈঠকে উপায় ছিলেন জি কিষাণ রেড্ডি এবং ধর্মেন্দ্র প্রধান। তার পরেই কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে বাসবরাজ বোম্মাই-এর নাম ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকদিন থেকেই এই নিয়ে জল্পনা চলছিল।

     

    অবশেষে পদ ছাড়তেই হল ইয়েদুরাপ্পাকে। মুখ্যমন্ত্রীর পদে বসার দ্বিতীয় বছর পূর্তির অনুষ্ঠানে ইয়েদুরাপ্পা নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জানিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। তারপরই রাজভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন ইয়েদুরাপ্পা। গত কয়েক মাস ধরেই তাঁকে সরানো হবে জল্পনা শুরু হয়েছিল। দলের সিদ্ধান্ত ঘোষণার আগেই নিজে পদ থেকে সরে দাঁড়ান তিনি।

     

    কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার জন্ম ১৯৬০ সালে ২৮ জানুয়ারি। লিঙ্গায়েত সন্তান। তাঁর বাবা এসআর বোম্মাইয়াও কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ ছিলেন বোম্মাইয়া। আগামিকাল বেঙ্গালুরুতে শপথ নেবেন তিনি । ৩টে ২০ মিনিটে হবে শপথ গ্রহন অনুষ্ঠান। বোম্মাইয়ার নাম ঘোষণা করে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, অত্যন্ত অভিজ্ঞ একজন নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ইয়েদুরাপ্পা থাকবেন দলের পরামর্শদাতা হিসেবে।

     

    শোনা যাচ্ছিল ব্রাহ্মণ সন্তানকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চলেছে বিজেপি। তাতে সবার আগে প্রহ্লাদ যোশীর নাম উঠে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত আর সেদিকে ঝুঁকি নেয়নি বিজেপি। কারণ ইয়েদুরাপ্পাকে বদলের প্রতিবাদে সরব হয়েছিলেন লিঙ্গায়েত সম্প্রদায়ের ধর্মগুরুরা। কিন্তু ইয়েদুরাপ্পাকেও পদে রাখতে রাজি ছিল না বিজেপি। তার বিরুদ্ধে দিল্লিতে গিয়ে একাধিক অভিযোগ জানিয়ে এসেছিলেন বিজেপি নেতারা।