এবার ভোট পরবর্তী হিংসা মামলাতেও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গরু পাচার মামলার পর এবার ভোট পরবর্তী হিংসা মামলাতেও আজ সিজিও কমপ্লেক্সে যাবেন না বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

    জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁর আইনজীবী চিঠি দিয়ে সিবিআইকে জানিয়েছে, অসুস্থতার কারণেই তিনি আজ হাজিরা দিতে পারবেন, তবে সিবিআই চাইলে তাঁর চিনার পার্কের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে।

    অন্যদিকে, তাঁর জন্য তৈরি করা হয়ে গেছে প্রশ্নপত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত, কোনও প্রতিনিধি তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন কি না, তা এখনও জানা যায়নি।