বাঙালি ব্যবসায়ীদের উৎসাহ দিতে কলকাতায় অনুষ্ঠিত হল এন্টারটেইনমেন্টস।

লুতুব আলি, ২৪ মার্চ : বাঙালি ব্যবসায়ীদের উৎসাহ দিতে কলকাতায় অনুষ্ঠিত হল এন্টারটেইনমেন্টস অনেকে বলেন, বাঙালি বড্ড ব্যবসায়ী বিমুখ। এই মিথ কে ভেঙ্গে চুরমার করতে কলকাতায় অনুষ্ঠিত হল এক অভিনব অনুষ্ঠান। সল্টলেকের ইন্ডি স্মার্ট হোটেলে আয়োজিত হল : এন্টারটেইনমেন্টস.. মিহির উদ্যোক্তা এওয়ার্ডস এন্ড এস এস আর এস সম্মান ২০২৩। করোনার প্রকোপে বিশ্বব্যাপী মন্দা চলায় বাংলার ব্যবসায়ীরাও তলানিতে চলে গিয়েছিলেন। মহামারী ও সমস্ত কিছু প্রতিবন্ধকতাকে কাটিয়ে মোটামুটি একটা না থিতাবস্থা আশায় এই অনুষ্ঠানের উদ্যোক্তারা এই মহতী অনুষ্ঠানের আয়োজন করলেন। অনুষ্ঠানে হাজির করানো হয়েছিল বিশিষ্ট অভিনেত্রী পায়েল সরকারকে। তাঁর হাত দিয়ে উদ্যোগপতি ও বিশিষ্টজনদের সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পায়েল সরকারও সংবর্ধিত হন। উদ্যোক্তাদের পক্ষে স্নেহা ও দেবজিত জানালেন, তারা ডিএসডি গ্রুপের একটি ইউনি। চার বছর ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা ও উৎসাহ প্রদানের অনুষ্ঠান করে তাঁরা সফল হয়েছেন। বাঙালি উদ্যোগ পতি যারা স্বপ্ন দেখেন সফল ব্যবসায়ী হওয়ার, তাদের স্বপ্নকে আরো বেশি করে বাস্তবায়ন ঘটাতে অ্যাওয়ার্ড দিয়ে অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে যাঁরা অ্যাওয়ার্ড ও বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয় তাঁরা হলেন : স্নেহা, সুচন্দ্রা, মেভেরিক চলচ্চিত্র নির্মাতা আন্তর্জাতিক চলচ্চিত্র পরিচালক, মনোবিজ্ঞানী, কবি, চিত্রশিল্পী এবং বিশিষ্ট অভিনেতা সুদীপ রঞ্জন সরকার। এস আর এস সম্মানে সম্মানিত হলেন গ্রাফিক্স ডিজাইনার অনামিত্র পাল। Jenny Adamas and her beautiful family সিনেমায় সাবলীল অভিনয়ের জন্য রেশমি শর্মা কে ও সম্মানিত করা হয়। এছাড়াও সেরা সুরকার সাইবল সেন, সড়ক সিনেমায় বেস্ট প্লেব্যাক গায়িকা উর্বি চ্যাটার্জি, রিতা ঝাউ ওয়ার, কাকলি রায়চৌধুরী, মোহর বুটিক, ট্যারোট উইথ ঈশিতা, যশোস্বি মেকআপ, রুসার বিউটি ক্লিনি ক এন্ড একাডেমি, ময়াস রিসোর্ট, উদীয়মান ইউটিউবার বং সোল সেট, ইয়মারিস প্রি স্কুল, সেরা প্লাস সাইজ মডেল জেনিথ রাই, সেরা কাফে ডিনার ৪৯, সমাজসেবী মিমি দাস, সেরা রেজিন শিল্পী অঙ্কিতা, সেরা ইউনিসো ক্স কুচার প্রা কাশ্য, সেরা মডেল প্রিয়াঙ্কা সরকার ও লিসা রায়, দ্য পশ লিংক বুটিক। প্রিয়াঙ্কা সরকার জানান, বাংলা ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনসহ অভিনেতা অভিনেত্রীদের উৎসাহ প্রদান করতে এই ধরনের মহতি অনুষ্ঠান সহায়কের ভূমিকা পালন করবে । বিশিষ্ট চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার ও এই উদ্যোগের প্রতি সাধুবাদ জানান। এদিনের অনুষ্ঠান সূচালোভাবে সঞ্চালনা করেন ফারুক ওমার।