দিল্লির কৃষক আন্দোলনের আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল আদানি আম্বানিদের আঙিনায়, জিও সিম বয়কট কৃষকদের

নতুন গতি ডিজিটাল ডেস্ক: আগামী ১৪ ডিসেম্বর দিল্লির কৃষকদের আরও তীব্র বিক্ষোভের ডাক, এর মধ্যেই জিও সিম বয়কট করল কৃষকরা। সরকার কৃষি আইনের মাধ্যমে কৃষকদের রক্ত পুঁজিপতিদের হাতে সঁপে দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে কৃষকরা সিদ্ধান্ত নিয়েছে যে, এবার থেকে তাঁরা আদানি-আম্বানির কোনও পণ্য ব্যবহার করবেন না। জিও প্রোডাক্ট যেমন, ফোন, সিম-ও বয়কট করা হচ্ছে।

    ১৪ দিন ধরে অব্যাহত কৃষক বিদ্রোহ আগুন নেভাতে এদিন সকালে কৃষি আইন সংশোধনীর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। পাঁচটি প্রস্তাব লিখিত আকারে কৃষকদের পাঠানো হয়। কিন্তু শেষমেশ সেই প্রস্তাবও খারিজ করে দেন আন্দোলনরত কৃষকরা। তাঁদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, কৃষি আইনই প্রত্যাহার করতে হবে। নাহলে বিক্ষোভ চলবে।

    সেই কারণেই তাঁরা এতদিন ধরে লাগাতার প্রতিবাদ জানাচ্ছেন। আর মোদি সরকার তাঁদের দাবি মেনে না নিলে আগামী ১২ ডিসেম্বর দিল্লি-জয়পুর এবং দিল্লি-আগ্রা হাইওয়ে ব্লক করা হবে। পাশাপাশি কোনও টোল প্লাজায় টোল ট্যাক্সও দেবেন না তাঁরা। একইসঙ্গে কৃষকরা স্পষ্ট করে দেন, তাঁরা আদানি ও আম্বানি গ্রুপের সমস্ত পণ্যও বয়কট করবেন। এমনকী জিও মোবাইল ও জিও সিমও আর ব্যবহার করবেন না।