মালদার ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩০০ গ্রামের ব্রাউন সুগার সহ ১ যুবক গ্রেফতার


নতুন গতি ডিজিটাল ডেস্ক: গোপন সূত্রে খবর পেয়ে ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবককে বৃহস্পতিবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত যুবকের নাম আবু বক্কর। বয়স ১৯, বাড়ি বৈষ্ণবনগরের শবদলপুরে। উল্লেখ্য, বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আম বাজার এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে ব্রাউন সুগার সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

    এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, বৈষ্ণবনগরের একটি টিম এবং কালিয়াচকের এক যুবক ব্রাউন সুগার গুলি নিয়ে আসছিল মোথাবাড়িতে ডেলিভারি করার জন্য। সেই ডেলিভারিটি হয় ইংরেজবাজার বাজারের আমবাজার এলাকায়। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ হানা দিয়ে একজনকে গ্রেপ্তার করে বাকিরা পালিয়ে যায়। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। বর্তমান বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। ধৃত যুবককে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।