বর্ধমান টাউন হলে সংবাদ মাধ্যম ও কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগে সংবাদিক প্রশিক্ষণ কর্মশালা করা হয়

সেখ সামসুদ্দিনঃ আজ ১২ ডিসেম্বর রবিবার বর্ধমান টাউন হলে সংবাদ মাধ্যম ও কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগে সংবাদিক প্রশিক্ষণ কর্মশালা করা হয়। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লা মুন্সি, রাজ্যের এ জি পি (হাইকোর্ট) আনসার মন্ডল, জামালপুরের বিধায়ক আলোক মাঝি, মেমারির বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য, বর্ধমান পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম‍্যান আইনুল হক, ও দুটি দৈনিক পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, শেখর সেনগুপ্ত, আইজেএ-র রাজ‍্য সম্পাদক দেবাশিস দাস, জেলা পরিষদ সদস‍্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, পত্রিকা সম্পাদক প্রীতিলতা বন্দ‍্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবী পল্লব চ‍্যাটার্জী, সাংবাদিক সোমনাথ ভট্টাচার্য‍্য, সমাজসেবী শিক্ষক রথীন মল্লিক সহ আরও অনান‍্য বিশিষ্ট সাংবাদিকগণ। এদিন মঞ্চে যোগা নৃত‍্যে অংশগ্ৰহণ করেন গৌতমী দাস । এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিবর্গ। এদিন উদ্বোধক প্রাক্তন বিচারপতি শাহিদুল্লা মুন্সি আনসারী বলেন নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে তুলে ধরবে মানুষের কাছে। সত্য পথ নিয়ে চলবে, মিথ্যার কাছে মাথা নত করবে না, এটাই সংবাদিকদের প্রধান কাজ।গণতন্ত্রের কাছে চতুর্থ স্তম্ভ এই সাংবাদিকতা, নির্ভীকভাবে কাজ করে মাথা নত করবেন না। তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজ সংস্কারে এ‍্যান্টি ভাইরাস এর মতো কাজ করেন। সাংবাদিক হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।সাংবাদিকদের একটা আইডেন্টিফাই কার্ড থাকা দরকার। বিশিষ্ট সাংবাদিক মোল্লা জসিম উদ্দিন বলেন আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের খরব সম্প্রচার করতে গিয়ে দেখেছি যে তাদের রোষের মুখে পড়তে হয়েছে, সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, লিগাল নোটিশও দেওয়া হয়েছে।কিন্তু বার কাউন্সিলারের অনুমতি ছাড়া যে এই সমস্ত কাজ করা যায় না সে বিষয়ের পাশাপাশি আইনী সম্পর্কে বিশেষ আলোচনা করা হয় এদিনের এই কর্মশালায়। আর এক বিশিষ্ট সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায় বলেন কোনো সংবাদ সম্প্রচার করার সময় নিজেকে ট্যাক্টফুলি হতে হবে। সাংবাদিক প্রশিক্ষণে অংশ নেন বিশিষ্ট সাংবাদিকগণ রানা সেনগুপ্ত, উত্তাল ঘোষ, প্রবীর চট্টোপাধ্যায়, পার্থ চৌধুরী, মুকুল রহমান, সুবল সাহা, গোপাল দেবনাথ, খায়রুল আনাম, ধনঞ্জয় বন্দ‍্যোপাধ‍্যায়, অরূপ লাহা, আমিনুর রহমান এবং আইনি প্রশিক্ষক বৈদুর্য ঘোষাল (কোলকাতা হাইকোর্ট)। এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন মোল্লা জসিম উদ্দিন, সোমনাথ ভট্টাচার্য্য, সেখ নিজাম আলম, সেখ সামসুদ্দিন, প্রতিমা হালদার, জগন্নাথ ভৌমিক, শফিকুল ইসলাম প্রমুখ বিশিষ্ট সাংবাদিক ও ব‍্যক্তিবর্গ।