|
---|
আলিফ ইসলাম,মেমারি: ১২ ডিসেম্বর বর্ধমানের মুক্তবাংলা পরিচালিত সাহিত্যচর্চার আসরের উদ্যোগে বর্ধমান লায়ন্স ক্লাব অডিটোরিয়াম তৃতীয় তলে ১২ ডিসেম্বর ,রবিবার সারাদিন ব্যাপী এক কবি সন্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিথিবর্গের আসন অলংকৃত করেন যথাক্রমে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং উজ্জল পরমানিক,আব্দুর রব,কাঞ্চন কাজী ও বিশ্বেশ্বর চৌধুরী প্রমুখ প্রশাসনিক ব্যাক্তিত্ব।মুক্তবাংলার কর্ণধার প্রসেনজিৎ সামন্ত,তাপস ভূষণ সেনগুপ্ত , অশোক কুমার বর্মন প্রমুখের উপস্থিতিতে প্রায় শতাধিক কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন।মিঠু মৌলিক,দীপেন্দ্র নাথ শীল,সৈয়দ আতাউর রহমান, সুফি রফিক উল ইসলাম, কাজী জুলফিক্কার আলি, সেখ হাসানুজ্জামান,সেখ নাসিবুল আলি,সেখ সদরুল আলম,সেখ জাহাঙ্গীর,সেখ সাবের আলি,সেখ আজিজুল,সেখ হাফিজুল ইসলাম,সেখ ফজলুল হক,সেখ মাসুদ করিম,সব্যসাচী কোনার,ক্ষেত্রনাথ দে,শিবরাম মজুমদার,সুদন রায়,গোপা সরকার,হারুন অল রশিদ,মোমিনুল হক,জাহেদুল ইসলাম,এহসান সনম,সেখ আজিমুল হক, গুরুপদ সাঁতরা, সেখ মালেকজান,সুরমান আলি মল্লিক,সেখ আকবর আলি,নবনীতা পিড়ি,বিকাশ যশ,দেবশ্রী চ্যাটার্জী পাল,তাপস কুমার পাল,তারা সরকার অশোক সরকার প্রমুখ কবিতা পাঠ করেন।