রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ বাজুয়ারা আল আমিন ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, কেশপুর: ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের হাহাকার মেটাতে এগিয়ে এলো কেশপুর ব্লকের বাজুয়ারা আল আমিন ফাউন্ডেশন। রবিবার বাজুয়ারা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফাউন্ডেশন আয়োজিত এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকল সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। রক্তদানে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

    রক্তদাতা

    এদিন শিবিরে 51 জন রক্তদাতা রক্তদান করেছেন। রক্তদাতাদের চারা গাছ উপহার দিয়ে বনসৃজনের বার্তা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এদিন সকাল থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকেলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের দ্বিতীয় পর্বে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন দ্বিতীয় পর্বে এলাকার শতাধিক দুঃস্থ ব্যক্তির হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।

    ফাউন্ডেশনের সদস্যগণ

    উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আজব আলী , কেশপুর ব্লকের সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি, সমাজসেবী হাসানুর জামান, মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী, সংস্থার সভাপতি সেখ হাবিবুর হাসান, সম্পাদক নাসিম আলী, ম্যানেজার সেখ জামসেদ আলী, মৌলানা সামসুল হোদা, মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়, শিক্ষক সেখ মহম্মদ ইমরান, চিকিৎসক সেখ কমরুদ্দিন, সমাজসেবী মইদুল খান , ফারেশ আলী, এলাকার মসজিদের ইমাম সাহেব , ড্রিম এডুকেশন সোসাইটির সম্পাদক সেখ সানিউল আকতার সহ বিশিষ্টরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক জাহাঙ্গীর চৌধুরী। এমন অনুষ্ঠান এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে। ফাউন্ডেশনের সম্পাদক সেখ নাসিম আহমেদ সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আরো প্রোগ্রাম করবেন বলে জানিয়েছেন।