|
---|
বীরভূম: আজকে বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে ও সাইন হেল্থ কেয়ারের সহযোগিতায় বীরভূম জেলার পাইকর থানার হরিশপুর মাঠে ফ্রি মেডিক্যাল হেল্থ ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ধারণ শিবির অনুষ্ঠিত হলো।
সাতজন ডাক্তার ছিল। প্রায় 650 জন রোগী দেখা হয় ও মেডিসিন দেওয়া হয় ফ্রিতে।
উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সভাপতি রাজকুমার ভুইমালি, বিজ্ঞানী ডঃ মুনকির হোসেন, মোহাম্মদ রিপন, মফিদুল হাসান মুক্তা,মেহেবুব হক, সিকান্দর সেখ ছাড়াও প্রমুখ।
বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষে মোহাম্মদ রিপন জানান আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে কোনো ফ্রি ক্যাম্প হয়নি। মানুষকে চিকিৎসার জন্য বহু দূরে যেতে হয়।লকডাউনে এমনিতেই মানুষের আয় তলানিতে ঠেকেছে। অনেক মানুষ রক্তের গ্রুপ পর্যন্ত জানেনা সেটাও আমরা ফ্রিতে পরীক্ষা করে দিয়েছি। আমরা সর্বদা মানুষের জন্য কাজ করে যেতে চাই। ভবিষ্যতেও বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে এই ধরনের ক্যাম্প আমরা গ্রামে গ্রামে করবো।