এসো পবিত্র কুরআন শিখি, কুর‌আন পড়ি, কুরআন দিয়ে নিজের জীবন গড়ি

নতুন গতি নিউজডেস্ক: মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার বাগমারা গ্রামে “বাগমারা নূরানী মক্তব” এর কুরআন শিক্ষার আসর ও দোয়া’আর মজলিসের আয়োজন করা হয়। অন্ধকার বর্বর যুগ থেকে মানুষকে আলোর পথে ফিরিয়ে এনেছিলো যে ঐশী গ্রন্থ, অন্ধকারাচ্ছ্বন্ন দিক্বিদিক হারা মানুষকে আলোয় উদ্ভাসিত করে শান্তির বার্তা শুনিয়েছিলো যে গ্রন্থ, সে হলো পবিত্র আল কুরআন।

    মানবতার মুক্তির দিশারী দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আ. এর কাছে হযরত জিবরাইল আ. এর মাধ্যমে যে গ্রন্থটি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন হযরত জিবরাইলকে তারপর জিবরাইল শিখিয়েছেন রাসূলুল্লাহ সা. কে। রাসূলুল্লাহ সা. আবার শিখিয়েছেন তাঁর সাহাবায়ে কেরামদের।
    কুরআন শিক্ষার এ ধারা অব্যহত থেকে সেই সাড়ে চৌদ্দশত বছর পূর্ব থেকেই মানুষ তার বুকে ধারণ করে এসেছে পবিত্র এ গ্রন্থের প্রতিটি বাণী। কুরআনের এই ধারাবাহিকতা তথা শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেয়া সম্পর্কে হাদিসে এসেছে ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে কুরআনে কারীম শিখে এবং অন্যকে
    শেখায়।’
    মসজিদের ইমাম হাফেজ জাকির বলেন ৩ মাসব্যাপী এসার নামাজের পর নূরানী পদ্ধতিতে বয়স্কদের বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা দেয়া হচ্ছে। আজ শুক্রবার ২১ জন বয়স্ক মুসল্লিদের নূরানী কায়েদা শেষে পবিত্র কুরআন শরীফ পাঠের শুভারম্ভ করা হয়েছে।
    মজলিস শেষে মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের প্রাক্তন সম্পাদক হযরত মাওলানা জয়নুল আবেদীন সাহেব রহ. এর রুহের মাগফিরাত কামনা ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় মোনাজাত করা হয়।