মহারাষ্ট্র ইস্যুতে সংসদের উভয়কক্ষ উত্তাল, বিরোধীদের তুমুল হট্টগোলে অধিবেশন মুলতুবি

নতুন গতি প্রতিবেদকমহারাষ্ট্রে সরকার গঠনকে কেন্দ্র করে বিবাদের জেরে সংসদের উভয়কক্ষে তুমুল গোলযোগের জেরে অধিবেশনের কাজকর্ম সাময়িকভাবে মুলতুবি হয়ে যায়। বিরোধীদের দাবি, মহারাষ্ট্রে অবৈধ উপায়ে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করা হয়েছে। 
আজ সোমবার একই ইস্যুতে প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি’রা সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় বিক্ষোভকারী এমপিরা ‘গণতন্ত্র হত্যা বন্ধ করো’ ব্যানার প্রদর্শন করার পাশাপাশি ‘ঘোড়া কেনাবেচা বন্ধ করো’, ‘নোংরা রাজনীতি বন্ধ করো’ ‘সংবিধান বাঁচাও, ‘গণতন্ত্র বাঁচাও’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
অন্যদিকে, রাজ্যসভায় মহারাষ্ট্র ইস্যুতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে ও বাম সদস্যরা সোচ্চার হন। কিছু সদস্য ‘মহারাষ্ট্রে গণতন্ত্র হত্যা হয়েছে’ বলে স্লোগান দেন। চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু সদস্যদের শান্ত হওয়ার আবেদন জানান এবং তাঁদেরকে নিজ নিজ আসনে বসার অনুরোধ করেন। কিন্তু এতে অবশ্য বিশেষ কাজ হয়নি। অবশেষে বিরোধীদের তুমুল গোলযোগের জেরে সংসদের কাজকর্ম শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে বেলা ২ টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু।
বিস্তারিত আসছে…