বিজেপি প্রার্থী জয়প্রকাশকে বুথ থেকে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী

নতুন গতি প্রতিবেদক,নদিয়াকরিমপুর,খড়্গপুর ও কালিয়াগঞ্জসহ ৩ কেন্দ্রে চলছে গড় রক্ষার লড়াই। বাকি দুই কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব চললেও, সকাল থেকই করিমপুরের চোখে পড়ছে বিচ্ছিন্ন অশান্তি। করিমপুরে থানারপাড়া ৩৯ নম্বর বুথে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর অভিযোগ, ওই বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর তাঁকে ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেয় আধাসেনা। বুথের বাইরেও আরও এক দফা বচসায় জড়ান জয়প্রকাশ মজুমদার।
 
 
এদিন সকালে করিমপুরের বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার থানারপাড়া ৩৯ নম্বর বুথে ঢুকতেই বিক্ষোভ দেখায় ভোটাররা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধাসেনা এসে তাঁকে হাত ধরে বের করে দেয় বুথ থেকে। অভিযোগ, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বিজেপি প্রার্থী।