|
---|
নবাব মল্লিক, মন্দিরবাজার : মন্দিরবাজারে মমতা ব্যানার্জীর ২০১৯ লোকসভা ভোটের শেষ প্রচার সভায় নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করেন তিনি। বললেন আমি কথা দিলে কথা রাখি, আমি নরেন্দ্র মোদী নয়। আমি দেখছি ওদের কত ক্ষমতা, ভোট সাত দিনের মধ্যে মিটে যাবে। তখন তিনি সব বুঝে নেবেন। আগে দেশ থেকে নরেন্দ্র মোদীকে বিদায় করবেন, তারপর যা হয় দেখবেন।
উল্লেখ্য কিছুক্ষণের মধ্যে এক কিলোমিটারের মধ্যে নরেন্দ্র মোদীর সভা। সেই সভার জায়গা চিটফান্ডের কেনা টাকায় তৈরী। সব প্রমাণ তার কাছে রয়েছে। সেই সংক্রান্ত কাগজ তিনি সর্বসমক্ষে পুলিশের হাতে তুলে দেন।
এবার ভোটে রাতে ইভিএম বদলানো হতে পারে। সে জন্য তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন। এই রকম খবর যে দিতে পারবে তিনি তার পুরষ্কার দেবেন।
টাকা দিয়ে লোক এনে মিটিং ভরাতে পারে। কিন্তু ভোটবাক্স ভরাতে পারবে না তারা। বিদ্যাসাগরের মূর্তি গড়ে দেবেন বলেছেন মোদী, কিন্ত সেই টাকা লাগবে না বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি।
এদিনের মিটিং এ লোকসমাগম ছিল মথুরাপুরের আগের সব মিটিং এর থেকে বেশি। সভা থেকে তিনি অভিযোগ করেন তার সভায় আসার জন্য আগের দিন রাত্রে আরএসএস লোকেরা সব লোকজন দের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়েছে, গুলিও চালিয়েছে। এতদসত্ত্বেও প্রচুর লোকজন এসেছে ভয় দেখিয়ে তাঁর সভা বন্ধ করা যাবেনা বলে জানান তিনি।