|
---|
খান আরশাদ, বীরভূম: দিন দিন বাইক দূর্ঘটনা বেড়েই চলেছে জেলায়। প্রায় প্রতিদিনই কোন না কোন জায়গায় পথদূর্ঘটনা ঘটছে। কোথাও বলির গতিতে মূহুর্তের মধ্যে চলে যাচ্ছে তরতাজা প্রাণ, তো কোথাও বা হেলমেট না পরার খেসারত দিতে হচ্ছে। বৃহস্পতিবারও বীরভূমের লোকপুরে বাইক দূর্ঘটনায় গুরুতর জখম হল এক যুবক। স্থানীয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি মারুতি ভ্যান খয়রাশোল থেকে লোকপুরের দিকে যাচ্ছিলো। অপর দিকে এক যুবক বাইক চালিয়ে লোকপুর থেকে নিজের বাড়ী খন্নীগ্রাম ফিরছিল। লোকপুর থানার কাছাকাছি আসতেই ওই মারুতি ভ্যান ও বাইকের মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ওই বাইক আরোহী ছিটকে পড়ে এবং গুরুতর জখম হয় সে। স্থানীয়রা তড়িঘড়ি ওই যুবককে চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। লোকপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত বাইক ও মারুতি ভ্যানটি আটক করেছে।