বীরভূমের রাজগ্রাম প্রাইমারি স্কুল ও কনকপুর হাই স্কুল নির্মল বিদ্যালয় ২০১৮ এর পুরস্কৃত

সংবাদদাতা : ২৫ সেপ্টেম্বর তারিখে সিউড়ি ডি আর ডি সি হলে বিগত কয়েক বছরের মতো এবছরও বীরভূম জেলায় নির্মল বিদ্যালয় অভিযান ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেলো । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক মাননীয়া শ্রীমতি মৌমিতা গোদারা মহাশয়া, বীরভূম জেলা সভাধিপতি মাননীয় বিকাশ রঞ্জন রায়চৌধুরি,বি ডি পি এস সি চেয়ারম্যান প্রলয় নায়েক মহাশয়.. এছাড়া ছিলেন এ ডি এম মহাশয়গণ, ছিলেন ডি পি ও সাহেব ও অন্যান্য আধিকারিক মহাশয়গণ… প্রতিটি চক্রের একটি করে হাই স্কুল ও একটি প্রাইমারি স্কুল এই পুরস্কার পেলো।বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতা, জলসংরক্ষন ব্যবস্থা, পচনশীল ও অপচনশীল বস্তুর আলাদা সঞ্চয়, বাগান তৈরী, চাইল্ড কেবিনেট গঠন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে সেরা স্কুলকে এই পুরস্কার দেয়া হয়। চেয়ারম্যান স্যার, ডি এম মহাশয়া, সভাধিপতি মহাশয় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীদের আরো এগিয়ে চলার জন্য বক্তব্যের মাধ্যমে উদ্বুদ্ধ করেন। এছাড়াও অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে জেলার সেরাদেরকে পুরস্কৃত করা হয়। মুরারই চক্র থেকে রাজগ্রাম বাজার প্রাইমারি স্কুল আর কনকপুর হাই স্কুল নির্মল বিদ্যালয় ২০১৮এর পুরস্কার পায়।