পক্ষকাল ব‍্যাপী হিন্দি দিবস সমারোহ উদযাপন বীরভূম জেলা জুড়ে

পক্ষকাল ব‍্যাপী হিন্দি দিবস সমারোহ উদযাপন বীরভূম জেলা জুড়ে।

    সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর থেকে ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকাল ব‍্যপী হিন্দি দিবস সমারোহ পালিত হচ্ছে বীরভূমের জেলা সদর সিউড়ি সহ জেলার বিভিন্ন ব্লকে। মূলত ব‍্যবহারিক জীবনে মানুষকে হিন্দি ভাষার মাধ্যমে বিভিন্ন কাজকর্ম করতে উৎসাহিত করা হয়। হিন্দি দিবস উপলক্ষে উপস্থিত সকলে হাত সামনে রেখে দেশের স্বার্থে শপথ গ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের বীরভূম জেলা আধিকারিক রায়া দাস, হিসাব রক্ষক সুভাষ চন্দ্র মান্না সহ অন্যান্য কর্মী বৃন্দ। আজ ১৫ ই সেপ্টেম্বর দুপুরে সিউড়ি নেহেরু যুব কেন্দ্র অফিসে বিষয়টি নিয়ে সংবাদ মাধ‍্যমকে উক্ত বিষয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান, বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্র আধিকারিক রায়া দাস। তিনি বলেন, হিন্দি ভাষায় গান, কবিতা, অন্ত‍্যাক্ষরী, ক‍্যুইজ প্রভৃতির মাধ্যমে অন্ লাইনে এই অনুষ্ঠান চলছে, পক্ষকাল ব‍্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলবে।শুরু হয়েছে ১৪ ই সেপ্টেম্বর, চলবে আগামী ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত। করোণার জন্য মূল অনুষ্ঠান অন্ লাইনেই হচ্ছে। অনুষ্ঠান পরিচালিত হচ্ছে নেহেরু যুব কেন্দ্রের সিউড়ি অফিস থেকে। জেলার বিভিন্ন ব্লকে নেহেরু যুব কেন্দ্র পরিচালিত চল্লিশ টা ন্যাশনাল ইউথ ভলিন্টিয়ারদের সহযোগিতায় যুবক যুবতীরা উক্ত কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করছে।