উৎকর্ষ বাংলার পক্ষ থেকে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটিগ্ৰাম পঞ্চায়েতে একটি সেমিনার

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ উৎকর্ষ বাংলা হল পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের একটি প্রকল্পে। উৎকর্ষ বাংলার পক্ষ থেকে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটিগ্ৰাম পঞ্চায়েতে একটি সেমিনার অনুষ্ঠিত হল। গ্ৰামবাংলা বেকার যুবক যুবোতীরা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশের উপরে তাদেরকে উৎকর্ষ বাংলার বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং করানো হবে। যাতে ছাত্র ছাত্রীরা নিজেদের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে পারে সেই কারণে শ্রীবাটিগ্ৰাম পঞ্চায়েতে একটি সেমিনার হয়। উপস্থিত ছিলেন শ্রীবাটিগ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,শ্রীবাটিগ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান জগন্নাথ রুদ্র উৎকর্ষ বাংলার প্রকল্পের এডিএম শান্তনু ঘোষাল সহ প্রমুখ।