|
---|
নতুন গতি , মালদাঃ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর। আরও একজন মারাত্মকভাবে জখম হয়েছেন। জখম পুলিশ কর্মীর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতি ও সাট্টারির মাঝে রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই পুলিশ কর্মীর নাম অঞ্জন দাস (২৪)। তার বাড়ি হুগলীর ডানকুনিতে। যখন পুলিশ কর্মীর নাম সুশান্ত মন্ডল। তার বাড়ি বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের গোসাইপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের সদ্য চাকরি পাওয়া অঞ্জন দাস মালদায় এসেছিলেন বন্ধু সুশান্ত মন্ডলের বাড়িতে। ইংরেজবাজারের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের গোসাইপুর গ্রামের বাসিন্দা বন্ধু সুশান্ত মন্ডলও সদ্য চাকরি পেয়েছেন কলকাতা পুলিশেই। সোমবার রাতে একটি মোটর সাইকেল করে দুই বন্ধু বেরিয়ে পড়েন ঘুরতে। বিনোদপুর এর কাছেই একটি নদীর উপরে সেতুর সংস্কারের কাজ চলছে। ফলে রাস্তা সেখানে ছোট। ওই সেতুর কাছেই দুর্ঘটনার মুখে পড়ে মোটরসাইকেলটি। গুরুতর আহত অবস্থায় কলকাতা পুলিশের দুই কর্মীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অঞ্জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।