|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বীরভূম জেলার রাজনগর ব্লকের তাঁতি পাড়া পঞ্চায়েতের নারায়নপুর, লাটুলতলা, ঝিকড়া, মানিকডিহি ও গুলালগাছি গ্রামে অনুষ্ঠিত হয় স্বনির্ভর গোষ্ঠীর দল নেতৃত্ব এক দিবসের প্রশিক্ষণ কর্মশালা।নাবার্ডের আর্থিক সহায়তায় এবং টাংশুলি মাইক্রো ওয়াটার প্রিজারভেশন সোসাইটির সহযোগিতা ও রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় এই দলনেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করা হয় বলে জানা যায়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার বংশী ধর দাস। উল্লেখ্য নাবার্ডের আর্থিক সহায়তায় উক্ত পাঁচটি গ্রামে “জল জীবন হ্যায় ” নামের কর্মসূচি হিসেবে জলসংরক্ষনের কাজ চলছে। কৃষি ব্যবস্থার পাশাপাশি সেই সমস্ত গ্রামের পরিবারগুলোর মহিলাদের ও আর্থিক ভাবে স্বচ্ছতা বৃদ্ধি তথা রোজগার বাড়ানোর লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে শক্তি শালী করায় এই কর্মসূচি বলে এক সাক্ষাৎকারে জানান রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সহ সম্পাদক স্বপন কুমার বাগ্দী।এদিন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন টাংশুলি মাইক্রো ওয়াটার প্রিজারভেশন সোসাইটির সভাপতি মহাদেব সিংহ, সম্পাদক বাবলু হেমরম, রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সহ সভাপতি কর্ন দাস,ভিলেজ ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির সদস্য সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যগন।