|
---|
তৃণমূল স্তরে ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা বীরভূমের লোকপুর এলাকায়
সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সমগ্র বিশ্ব,এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে ও ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন স্বাস্থ্য দফতর। করোনা ভাইরাস সম্পর্কে এই মুহূর্তে বিশেষ করনীয় সচেতনতা,আর সেই সচেতনতা বৃদ্ধি করতে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মী সহ প্রশাসন, স্কুল কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব প্রভৃতি স্তরে চলছে প্রচার। তৃণমূল স্তরে ও আট থেকে আশি সকল বয়সের মানুষ করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত,তাই পাড়াগাঁয়ে ও ছোট বড়ো সকলকে দেখা যাচ্ছে মাস্ক ব্যবহার করতে, কোথাও করোনা ভাইরাস সম্পর্কে পোস্টার ব্যানার ইত্যাদি দেখতে পেলেই মনোযোগ সহকারে পড়ছে এবং নিজেদের মধ্যে আলোচনা করছে। এমন ই এক চিত্র দেখা গেল আজ বীরভূম জেলার লোকপুর থানার বুধপুর এলাকায়, অঙ্গনওয়াড়ী কর্মী শ্রাবনী মুখার্জী,আশা কর্মী কনিজ ফাতেমা বিবি, সৈয়দা বিবি প্রমুখ কর্মীদের পাশাপাশি স্থানীয় যুবকেরা ও তাদের সঙ্গে পোস্টার ব্যানার টাঙানোয় সহযোগিতা করছে এবং অঙ্গনওয়াড়ী কেন্দ্র, ক্লাব, মসজিদ প্রাঙ্গন প্রভৃতি এলাকায় করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ কি কি হতে পারে,কি করবেন,কি করবেন না ইত্যাদি কথাগুলো সরকারি পোস্টার অনুযায়ী কথা গুলো মিটিং আকারে প্রচার করা হচ্ছে বলে জানান আশাকর্মী সৈয়দা বিবি।