|
---|
উজির আলী, নতুন গতি,চাঁচল: ১৬ মার্চ
মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একাধিক প্রকল্পের শিলান্যাস হলো সোমবার।
এদিন প্রথমে সুকান্ত মোড়ের থেকে বামুনপাড়া গামী ১০০ মিটার কাচা রাস্তাটির ঢালাই নির্মাণ কাজের শুভ শিলান্যাস হয়।
পাশাপাশি ঢিল ছোড়া দুরত্ব পোদ্দারপাড়াতেও ১০০ মিটার রাস্তাটির ঢালাই নির্মানের কাজ শিলান্যাস করা হয়।
পঞ্চায়েত এলাকার সাহেবগঞ্চ বাসীর দাবী মতো ১০০ মিটার দৈর্ঘ্যের হাই ড্রেন কাজের সূচনা করা হয়। এবং চাঁচলের ভারতীনগরে তপন কুমারের বাড়ি পর্যন্ত পেভার ব্লক ৭০ মিটার রাস্তার শিলান্যাস করা হয় এদিন।
পরে পঞ্চায়েত এলাকার শেষ সীমান্ত গ্রাম রামনগরে ট্যাঙ্কি সহ সাব মার্সালের শুভ সূচনা করা হয়। প্রত্যেকটি প্রকল্পের শিলন্যাসে ফিতে ও নারকেল ফাঁটিয়ে কাজের সূচনা করেন চাঁচল গ্রাম পঞ্চায়েত প্রধান আজমেরী খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধিগন।
প্রধান জানান, এদিন পাঁচটি কাজের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে ১৪ এফ.সির মোট ১৩,৫০,০০০ (তেরো লক্ষ পঞ্চাশ হাজার )টাকা বরাদ্দ হয়েছে। একই দিনে দুটি কংক্রিটের,একটি পেভার ব্লকের রাস্তা ও একটি হাইড্রেন সহ একটি সাব-মার্শাল কাজের শিলন্যাস হওয়ায় নজির গড়েছে চাঁচল গ্রাম পঞ্চায়েত।
দাবীমতো এদিন কাজ শুরু হওয়াতে খুশি প্রকল্পের আওতাধীন বাসিন্দারা।