|
---|
নিজস্ব সংবাদদাতা : ৬ফেব্রুয়ারি,রবিবার, পূর্ব বর্ধমান জেলার ভাতারের আলীনগরে (আবাসিক)শিশুমন মডেল গার্লস মিশনের শুভ উদ্বোধন হয়। এই মিশনের শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার বুদ্ধিজীবী মঞ্চের সম্পাদক ডঃ আতিউর রহমান। ভাতার এলাকায় এই প্রথম ক্লাস ফাইভ থেকে টুয়েলভ আবাসিক মিশন প্রতিষ্ঠিত হয়। এই এলাকার মেয়েদের শিক্ষালাভের জন্য অনেক দুর যেতে হত। শেখ মোহাম্মদ সাবির হোসেন জানান এই ভাবনা চিন্তা থেকে শিশুমন মডেল গার্লস আবাসিক মিশনের পদক্ষেপ নেওয়া হয়। থাকা-খাওয়া টিউশন সবই হবে এক ছাদের তলায়। এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন সকলকে শুভেচ্ছা জানায়। এছাড়াও উপস্থিত ছিলেন চৌধুরী মোহাম্মদ রফিক উল্লাহ, ডক্টর ইনামুল সরকার ও শেখ মোহাম্মদ সাবির হোসেন। এই এলাকায় মানুষ খুব আনন্দিত একটি নতুন গার্লস আবাসিক মিশন পেয়ে।