|
---|
আলিফ ইসলাম: সেহারাবাজার: ৬ফেব্রুয়ারী,রবিবার
পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত চেতনা উৎসবে কবি-সন্মেলনের আয়োজন করা হয় রবিবার ০৬ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম তাঁর তিন প্রজন্ম–কন্যা সোনালি কাজী এবং নাতি কল্লোল কাজী সহ এই সন্মেলনে উপস্থিত ছিলেন। তাঁদের উত্তরীয় প্রদান করে বরণ করা হয়। এছাড়া পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার হ্বাজী মোল্লা গোলাম আসপিয়া,সেখ সাদরে আলম, অনুষ্ঠান সঞ্চালক এবং আলো আঁধারী পত্রিকার সম্পাদক মোল্লা রবিয়েল হোসেন প্রমুখের উপস্থিতিতে ডাঃ সেখ সাবের আলি,সেখ হাসানুজ্জামান, সৈয়দ আতাউর রহমান,সেখ মাসুদ করিম, হারুন অল রশিদ,সেখ জাহাঙ্গীর, সুফি রফিক উল ইসলাম, সমীর ঘোষ, কাজী রেহানাজ ইয়াসমিন, মোমিনুল ইসলাম, এহসান সনম,সেখ নাসিবুল আলি,শ্যামাপ্রসাদ চৌধুরী,বিকাশ যশ, বজলুর রহমান মন্ডল,সেখ হাফিজুল ইসলাম, সবিতা গোস্বামী, ভাস্কর দাস, সৈয়দ মহিউদ্দিন,সেখ ফজলুল হক, মহম্মদ আকবর আলি, বুদ্ধদেব পন্ডিত,সন্তু কোলে, দুর্গাপদ রায়,গুরুপদ সাঁতারা প্রমুখ শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন অথবা বক্তব্য নিবেদন করেন। কয়েক জন কবি কে আলো আঁধারি সাহিত্য পুরস্কারের স্মারক প্রদান করে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।