|
---|
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: খড়্গপুর-১ নং ব্লকের অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পনেরো থেকে আঠারো বছর বয়সের ছাত্র ছাত্রীদের দ্বিতীয় ডোজ ভ্যাক্সিনেশন শিবির সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হলো সোমবার। গত ৪ঠা জানুয়ারী ৫৫৪ জনের মধ্যে ৪৩৪ জন ছাত্র ছাত্রী প্রথম ডোজ নিয়েছিলো, আজ দ্বিতীয় ডোজ দেওয়া হলো তাদের। সেই সঙ্গে বাকি থেকে যাওয়া ছাত্র ছাত্রীদের প্রথম ডোজও দেওয়া হয়েছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুচরণ পাত্র।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা একাজে সহযোগিতা করেন বলে জানান তিনি। সেই সঙ্গে সরকারি নিয়ম মেনে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে শিক্ষাদান শুরু হলো বলে জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম কুমার ভকত।