|
---|
সংবাদদাতা : পরিবেশ দিবস উপলক্ষে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল দিনটি। সার রাজ্যের সাথে সাথে হুগলির ডানকুনি হাউসিং মোড়ে গাছের চারা ও মাস্ক বিলি করে দিনটি পালিত হয়। এই মহামারির সময়ে সেই ভাবে ভীড় করে কিছু করা সম্ভব হয়নি। সংস্থার পক্ষ থেকে হুগলি জেলা সম্পাদক সেখ মাবুদ আলি এবং ডানকুনি থানা সম্পাদক হরি শঙ্কর পারিয়া এবং অন্যান্য সদস্যেরা দাবি রাখেন এই পরিবেশ দিবসকে সামনে রেখে যে সব নদীর বাঁধে গাছ লাগাতে হবে, যাতে বাঁধ সুরক্ষিত থাকে, বর্ষার সময় ভেঙে না যায়। দরকার তারা সরকারে সাথে একসঙ্গে কাজ করতে রাজি আছে। উপস্থিত ছিলেন ডানকুনি থানার আই সি, পৌরসভার পৌর প্রধান হাসিনা শবনম। বিভিন্ন জেলায় জেলায় এই বার্তা নিয়ে তারা পালিত করল বিশ্ব পরিবেশ দিবস।