6000 কিউসেক জল ছাড়া হল তিলপাড়া ব্যারেজ থেকে

নিজস্ব প্রতিবেদক- কয়েকদিন ধরে আকাশের মুখ ভারী লাগাতার বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বীরভূমের বিভিন্ন এলাকায়। তিলপাড়া ব্যারেজে জল ধারণ ক্ষমতা অপেক্ষা অধিক জল সংরক্ষিত হওয়ায় ইরিগেশন দপ্তর 6 হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেয়। শনিবার ও রবিবার রাতে তারা এই জল ছাড়ে। এই জল ছাড়ার ফলে মোহাম্মদ বাজারের আঙ্গার গড়িয়া পঞ্চায়েত ও সাঁইথিয়ার ফেরিঘাট ভেঙে পড়ে। যার ফলে সমস্যায় পরে আঙ্গার গড়িয়া পঞ্চায়েত এলাকার প্রায় 16 টি গ্রাম। বড়াম থেকে আঙ্গারগড়িয়া যাওয়ার একমাত্র পথ এই জল ছাড়ার কারণে বন্ধ হয়ে যায়।এর ফলে এই এলাকার মানুষরা চরম সমস্যায় পড়ে বর্তমানে তাদের যাতায়াতের মাধ্যম হলো ছোট নৌকা। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বরাম, কাটুনিয়া, জুনুদপুর, ভেজেনা, পাঁচ পুকুর সহ বিভিন্ন গ্রামগুলি চরম সমস্যায় পড়তে চলেছে।