|
---|
সেখ সামসুদ্দিন : ৩০ জুলাই, জামালপুর থানার অন্তর্গত বনবিবি তলা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হল কৃতি ছাত্রছাত্রীদের এক সম্বর্ধনা সভা। এই সভায় উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, উপস্থিত ছিলেন জামালপুর মহা বিদ্যালয়ের ছাত্র যুব সভাপতি -বিট্টু মল্লিক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই অনুষ্ঠান তার সর্বাঙ্গীন রূপ পায়। উল্লেখ্য যে “সাহায্যের হাত” নামক স্বেচ্ছা সেবী সংগঠন কর্তৃক এদিন বিদ্যালয় এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মেধাবী শিক্ষার্থীদের একটি করে শংসাপত্র, একটি মেহগনি বৃক্ষ, পদক, কলম এবং পুস্তক দিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সম্বর্ধনা দেওয়া হয়। ‘সাহায্যের হাত’ গ্রুপের সম্পাদক দেবাশীস ব্যানার্জী তার বক্তৃতার মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষকে আহ্বান জানান ও তাদের দুরাবস্থায় সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি এও বলেন – “এভাবে যদি প্রত্যেকে নিজ সামর্থ্য ও সাধ্য মতো তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলেই তাদের সংগঠনের সার্থকতা ও সমাজের সকলের শ্রেণীর মানুষের ভালো হবে।” এছাড়াও সংগঠনের পক্ষথেকে মেধাবী ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের দের অভিভাবকের মতো সর্বদা পাশে থাকারও অঙ্গীকার করা হয়।