|
---|
নতুন গতি নিউজডেস্ক: মালদা, ২৪ এপ্রিল : লকডাউন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১৭৮৬ টাকা সাহায্য করলো মিল্কি জামে মসজিদ কমেটির সদস্যরা।শুক্রবার দুপুর ১ টা নাগাদ মালদা জেলার প্রশাসনিক ভবনে জেলাশাসক রাজর্ষি মিত্রর হাতে আর্থিক চেক তুলে দেন মিল্কি জামে মসজিদ কমেটির সদস্যরা। উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি, শেখ আজিজুর রহমান, সম্পাদক রবিউল আলম সহ অন্যান্যরা।মিল্কি জামে মসজিদ কমিটির সভাপতি শেখ আজিজুর রহমান জানান,সারা দেশজুড়ে লকডাউন পরিস্থিতি চলছে এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তাদের কমিটির পক্ষ থেকে ১১৭৮৬ টাকার আর্থিক চেক জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়।