|
---|
নতুন গতি প্রতিবেদক, বীরভূম: বীরভূমের ঝাড়খণ্ড সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে ফের উদ্ধার হলো ৬ ফুটের একটি পাইথন। বীরভূমের রাজনগর থানার গাঙ্গমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঢাকা ২ নম্বর গ্রামে একটি পাইথন উদ্ধার করল বনদপ্তর এর কর্মীরা। জানা গেছে পাইথনটি পাশের জঙ্গল থেকে এসে গ্রামের ভেতর ঢুকে পড়েছিল। গ্রামবাসীরা দেখতে পেয়ে খবর দেন বনদপ্তরকে। বনকর্মীরা পাইথনটিকে উদ্ধার করে নিয়ে রাজনগর রেঞ্জ অফিসে নিয়ে যান। এরপর সেখানে পাইথনটির চিকিৎসা করে তাকে ফের একটি জঙ্গলে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হয়। রাজনগরের এসব এলাকার গ্রামগুলিতে প্রায়শই পাইথন এসে পড়ে। কখনো কখনো বাড়ির ভেতর এসেও পড়ে। স্বাভাবতই এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান তাঁরা।