|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: খানাখন্দে ভরা রাস্তার দুর্ঘটনা ছিল নিত্যসঙ্গী গ্রামবাসীর দীর্ঘদিনের দাবির ফলে অবশেষে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নিল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ।
মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের বাসিললহাট এলাকার প্রায় ১০০মিটার পথ সংষ্কারের উদ্যোগ নিল পঞ্চায়েত প্রশাসন। শনিবার রাস্তা সংষ্কারের জন্য সামগ্রী ফেলে সংস্কারের শিলান্যাস করেন খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পারভিন খাতুন বলে খবর।
জানা যায় এদিন রাস্তার কাজ শুরু হওয়ায় গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানকে মিষ্টিমুখ করান।
পঞ্চায়েত সূত্রের খবর,এই রাস্তা সংস্কারের জন্য কেন্দ্রের ফট টিন ফিন্যান্স তহবিল থেকে তিন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বাসিলহাট থেকে প্রায় ১০০ কিলোমিটার রাস্তা পুরোটাই কংক্রিটের ঢালাই দিয়ে পাকা করা হবে।
বসিলহাট গ্রামের বাসিন্দা আনসারুল হক জানান, কয়েক দশক ধরে রাস্তাটির বেহাল দশা। চলাফেরা পড়াই আমাদের দায় হয়ে পরেছিল। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা।
খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পারভিন খাতুন জানান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয়রা বার বার দাবী জানাচ্ছিল। কেন্দ্রের ফর্টিন ফিন্যান্স তহবিল থেকে ৩ লক্ষ টাকা বরাদ্দ কৃতে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়ে রাস্তার শিলান্যাস করলাম। সিডুল অনুযায়ী প্রায়১০০ মিটার কংক্রিটের ঢালাই মিশ্রনে সংষ্কার হবে।