|
---|
সেখ রিয়াজুদ্দিন, নতুন গতি, বীরভূম: মাছে ভাতে বাঙালি, হ্যাঁ সেই মাছে ভাতে সংস্থানের লক্ষ্যে বীরভূম জেলার রাজনগর ব্লকের বিভিন্ন এলাকায় চেক ড্যাম নির্মাণ ও জল ব্যবহারকারী সমিতি গঠন করে তথা বহমান জলকে চাষের কাজে লাগিয়ে সবজি, ফসলের পাশাপাশি মাছ চাষ করার ও উদ্যোগ নিয়েছে আদমি প্রকল্প। জলসম্পদ উন্নয়ন দপ্তরের অধীন আদমি প্রকল্প কাজে নিয়োজিত। জেলা জলসম্পদ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ অফিসার অমিতাভ রায় এর পরিকল্পনা অনুযায়ী চেক ড্যাম নির্মাণ এর পাশে চিংড়ি মাছ প্রদান করা হয়। আজ ১৬ ই নভেম্বর ফিসারি স্পেশালিস্ট ডি পি এম ইউ দূর্গেশ কুমার মিশ্র এলাকায় চিংড়ি মাছ চাষ সহ আয় বৃদ্ধির কথা তুলে ধরেন এক সাক্ষাৎকারে।
তত্ত্বাবধায়ক সংস্থা সাপোর্টিং অর্গানাইজেশন, ওয়াটার টিম লিডার সৌমেন দাস,ফিসারি স্পেশালিস্ট জাহিদা পারভিন, কমিউনিটি ওয়ার্কার পিন্টু লাহাদের উপস্থিতিতে জল ব্যবহারকারী সমিতির সভাপতি রেজ্জাক মন্ডল,সেখ রবিউল সহ কমিটির সদস্যদের হাতে একান্ন হাজার চিংড়ি মাছের চারা প্রদান করা হয় রাজনগর ব্লকের গাঁইসাড়া শরীফের পাঁচটি পুকুরে। উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয় চিংড়ি মাছ চাষ খুব লাভজনক এবং এর চাহিদা ও বাজারে প্রচুর রয়েছে তাই নতুন উদ্যমে এই কাজে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।