|
---|
সংবাদদাতা : ১৬নভেম্বর হুগলী জেলার ধামসা থেকে ডোঙ্গল ভায়া সামতা, আরামবাগ হয়ে এন আর সি বিরুদ্ধে মহামিছিল করেন সি পি আই এম। পথসভা শুরু হয় ১০ টা ৩০ মিনিটে থেকে ৷ উপস্থিত ছিলে আরামবাগের সি পি আই এম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, বিধায়ক বিনয় দত্ত, জেলা সম্পাদক দেবব্রত বাবু এছাড়াও আরামবাগের অন্যান্য নেতৃত্বদৃন্দ, ২০১১ সালের পর প্রথম এত বড় প্রকাশ্য মিছিল হল আরান্ডী অঞ্চলে ৷ মিছিলে আনুমানিক ২৫০০ মানুষের সমাগম হয়, মিছিলের গতি পথে অসংখ্য মানুষের আন্তরিক সারা পাওয়া গেছে ৷ যার জন্য সি.পি.আই.(এম.) কর্মীরা বাড়তি অক্সিজেন নিয়ে বাড়ি ফেরে ৷