প্রাকৃতিক দুর্যোগে মৃত তিন পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মন্ত্রী গোলাম রাব্বানী।

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, মালদা : মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে মৃত তিন পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।শনিবার মালদা নিউ সার্কিট হাউসে এক আলোচনা সভার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলির হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রী গোলাম রাব্বানী,জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, মলদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অলক রাজোরিয়া, ইংরেজবাজার পৌরসভার পুরপ্রধান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, বিধায়ক সমর মুখার্জি,তৃণমূল জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর, ও তৃণমূল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা।উল্লেখ্য গত কয়েকদিন আগে মালদার গাজোল ব্লকে বাজ পড়ে মৃত্যু হয় সায়েম আলির। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকে প্রাকৃতিক দুর্যোগে আরো দুই জনের মৃত্যু হয়। মৃত এই তিন জনের পরিবারের হাতে এদিন আর্থিক সাহায্যর চেক প্রদান করা হয় মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিন তাদের হাতে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়।এই বিষয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, গত কয়েকদিন আগে বাজ পড়ে জেলার বিভিন্ন প্রান্তে কয়েকজনের মৃত্যু হয়েছিল। তাদের চিহ্নিত করে শনিবার সেই পরিবারের হাতে আর্থিক সাহায্যর চেক তুলে দেওয়া হয়। মৃত পরিবারের সদস্যরা জানিয়েছেন,রাজ্য সরকারের উদ্যোগে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয় তাদের পরিবারের লোকের। তাদের নাম নথিভুক্ত করে শনিবার তাদের হাতে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক চেক তুলে দেওয়া হয়।