বীরভূমে ৮০০ জন গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ। রাজ্য 13 July 2019 by নতুন গতি নতুন গতি নিউজ ডেস্ক, আজিম শেখ, রামপুরহাট : সারা দেশ জুড়ে যখন গেরুয়া ঝড় চলছে ঠিক তখনই বীরভূমের বোলপুর-শ্রীনিকেতন ব্লকের সিঙ্গি অঞ্চলের ৮০০ জন বি.জে. পি. কর্মী, বি. জে. পি. ছেড়ে সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষে-এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।