বিজেপিতে যাওয়া তিন জেলা পরিষদ সদস্য তৃণমূলে পুনরায় যোগদান করলো।

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, বালুরঘাট : বিপ্লব মিত্রের পাল্টা হিসাবে জবাব দিলেন তৃণমূল নতুন জেলা সভাপতি অর্পিতা ঘোষ। কলকাতা থেকে জেলায় ফিরেই বিজেপিতে চলে যাওয়ার কিছু দিনের মাথায় তিন সদস্যকে ফিরিয়ে পুনরায় দলে যোগদান করালেন তিনি। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরা রায়, গৌ্রী মালি ও পঞ্চানন বর্মণ এই সাংবাদিক সম্মেলন করে জেলা পরিষদের এই তিনজন সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন আরো আটজন। এইদিন সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অর্পিতা ঘোষ আরো বলেন যে ছয়জন সেইদিন জেলা পরিষদে বিপ্লব মিত্রের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের থেকেও আরো তিনজন খুব তারাতারি দলে ফিরে আসবে, যার ফলে ১৪ জন জেলা পরিষদের সদস্য তৃণমূলে থাকবে। তিনি বলেন ১৮ জন সদস্যের মধ্যে ১৪ জন সদস্য যদি তৃণমূলের হয়।তবে কিভাবে এই দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের বোর্ড বিজেপির করবে।২০১৪ সালের আইনের সংশোধনী মেনে  তৃণমূল জেলা পরিষদের বোর্ডের পরিবর্তন আনবে শুধু নয় জেলা পরিষদের সভাধিপতির চেয়ারও করে নেব সাংবাদিকদেরকে জানালেন জেলা সভাপতি বলেন ভয় দেখিয়ে ও ভুল বুঝিয়ে তাদের দিল্লীতে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিলো। তারা তাদের ভুল বুঝতে পেরে আবার দলে ফিরে এসেছে।