মারে মাথা ফাটল তৃণমূল নেতার, অভিযুক্ত প্রধানের স্বামী ও উপপ্রধান

আজিজুর রহমান,গলসি : গলসি ১ নং ব্লকের মানকরে তৃণমূলের অঞ্চল সহ সভাপতির মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েতেরই প্রধানের স্বামী ও উপপ্রধান বিরুদ্ধে। ঘটনার পরই বুদবুদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অঞ্চল সহসভাপতির স্ত্রী তথা পঞ্চায়েত সদস্যা মিলু মালিক মন্ডল। তবে অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেন পঞ্চায়েত প্রধানের স্বামী রাজু লাহা।

    অভিযোগে মিলু জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধা সাতটা নাগাদ তার স্বামী সরূপ মন্ডল মানকর কলেজ রোডে নিজের দোকানে বসেছিলেন। ওই সময় পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহার স্বামী রাজু লাহা, উপপ্রধান তন্ময় ঘোষ, মানি মুখার্জ্জী ও বল্টু মেটে ছাড়াও কয়েকজন মিলে তার স্বামীর উপর চড়াও হয়। রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনার জেরে তার স্বামীর মাথা ফেটে যায়। তাছাড়াও তাদের দোকানে ভাংচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতকে উদ্ধার করে প্রথমে মানকর গ্রামীণ হাসপাতালে ও পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। উল্লেখ্য দুতিনদিন আগে পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা ও উপপ্রধান তন্ময় ঘোষের বিরুদ্ধে ত্রিপল বন্টন, পঞ্চায়েতের অন লাইন টেন্ডারে দুর্নীতি সহ স্থানীয়দের সাথে দুর্ব্যবহারের অভিযোগ তুলে গলসি ১ নম্বর বিডিওর কাছে লিখিত অভিযোগও করেন বেশ কিছু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য। এদিকে রাজু লাহা মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ঘটনার সময় আমি ছিলামই না ওখানে। যেটা করছে সেটা ভুল সম্পুন সাজিয়ে করছে। তার দাবী, আমি ওইদিকে গাড়ি নিয়ে আসছিলাম এসব ব্যাপারে আমি কিছু জানিনা।