|
---|
নতুন গতি প্রতিবেদন, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন এআইএমআইএম-এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। সোমবার কোচবিহারের সভায় ‘সংখ্যালঘুদের মধ্যে চরমপন্থা’রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। হায়দরাবাদের একটি দল এই ধরণের কাজ করে থাকে বলে জানান তিনি। তাদের কথা না শোনার জন্যও আহাবন জানান মুখ্যমন্ত্রী। নাম না করলেও তাঁর আক্রমণের যে লক্ষ্য ছিলেন এআইএমআইএম প্রধান তথা সাংসদ আসাউদ্দিন ওয়াইসি তা বুঝতে অসুবিধা হয়নি। এরপরই মঙ্গলবার ওয়াইসি বলেন, ‘মমমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ভয় ও হতাশা প্রকাশ পাচ্ছে।’
মমতার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে ওয়াইসি বলেন, “এআইএমআইএম বাংলায় পোক্ত হচ্ছে। আমাকে নিশানা করে বাংলার মুসলমানদের আপনি এই বার্তা দিলেন যে,এই ধরনের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ও হতাশাই ফুটে উঠেছে। তাঁর সংযোজন, ”বাংলার সংখ্যালঘুদের যে উন্নয়ন হয়নি, তা উন্নয় সূচকের নিরিখেই স্পষ্ট। মমতাকে দিদি বলে সম্বোধন করে ওয়াইসির প্রশ্ন, ”কিভাবে বাংলায় ১৮ আসন পেল বিজেপি?” মুসলমান তোষন বন্ধ করে ওই সম্প্রদায়ের মানুষের উন্নয়ন করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি।প্রসঙ্গত, কোচবিহারে তৃণমূলের একটি কর্মিসভায় যোগ দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ”রাজনীতির মধ্যে হিন্দু চরমপন্থার মতই সংখ্যালঘুদের মধ্যেও চরমপন্থা প্রকাশ পাচ্ছে। বিজেপির কাছে ওরা টাকা নেয়। হায়দরবাদে তাঁদের বাড়িওই গোষ্ঠীর নেতারা উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় মিটিং করেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। এদের কথায় কান দেবেন না।”