যাত্রায় গিয়ে আটকে পড়লেন ধূপগুড়ির ছয় যুবক

নিজস্ব সংবাদদাতা: যাত্রায় গিয়ে আটকে পড়লেন ধূপগুড়ির ছয় যুবক৷ জানা গিয়েছে, তাঁদের মধ্যে খলাইগ্রাম এলাকার অপু ভাওয়াল এবং নেতাজিপাড়া এলাকার বাসিন্দা দেবব্রত সরকার ক্যাম্পে ফিরে আসতে পেরেছেন। বাকি চারজন নেতাজিপাড়ার বিধান সাহা, শুভজিৎ পাল, অজয় ঘোষ এবং হাসপাতাল পাড়া এলাকার অপু পাল এখনও ফেরেননি। সোমবার রওনা দিয়েছিলেন তাঁরা। অপু ভাওয়াল জানিয়েছেন, ঘটনার পর দীর্ঘ সময় তাঁরা আটকে পড়েছিলেন। বাকি চারজনের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগাযোগ সম্ভব হয়েছে। তাঁরা ক্যাম্পে ফিরলেই বাড়ি ফেরার চেষ্টা করা হবে। প্রসঙ্গত, শুক্রবার কালীমাতা ও অমরনাথ গুহার মাঝে মেঘভাঙা বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে ভেসে যায় পুণ্যার্থীদের অন্তত ২৫টি ক্যাম্প। ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০ জন। বহু পুণ্যার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। বিপর্যয় মোকাবিলায় নেমেছে আইটিবিপির জওয়ানরাও।যাত্রীদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজ্যের মন্ত্রী এবং সংগঠনগুলিও।নিখোজ যাত্রীদের জন্য দিন রাত তল্লাশি চালানো হচ্ছে।