|
---|
রাহুল রায়,নতুন গতি,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি পালিত হল। এই ক্যাম্পে আসা সকল মানুষদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে মাস্ক বিরত করা হচ্ছে। এই উপলক্ষে একটি ঘোড়া’নাচ অনুষ্ঠিত হয়। এখানে ১১টি প্রকল্পের উপর একটি ক্যাম্প করা হয়। কৃষক বন্ধু,১০০দিনের কাজ,রূপশ্রী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের পরিসেবা নেওয়ার জন্য এলাকার মানুষেরা উপস্থিত ছিলেন। আজকে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন কাটোয়া থানার আইসি বিকাশ দত্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,উপ-প্রধান জগন্নাথ রুদ্র,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা সহ অন্যান্যরা। এইদিন কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী নিজের হাতে এলাকার মানুষদের পরিষেবা প্রদান করলেন। সরকারের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মানুষেরা।