|
---|
নূর আহমেদ : করোনা সংক্রমণ রোধে মেমারি পৌর শহরে দোকান খোলা নিয়ে নতুন নির্দেশিকা ।
মেমারি ব্যবসায়ী কল্যান সমিতি ও পৌরসভার যৌথ সিদ্ধান্ত অনুসারে আগামী ১৩ ই আগস্ট বৃহস্পতিবার জরুরী প্রয়োজনীয় পরিষেবা ছাড়া সমস্ত ব্যবসা বন্ধ থাকবে মেমারি পৌর এলাকার শহরে । এছাড়াও আগামী ১০ ই আগস্ট থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত মেয়াদি পৌরসভা এলাকার সমস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠান সহ বাজার খোলা ও বন্ধের নির্দেশিকা জারি করা হল, জনগণের সুবিধার্থে আজ শহরে মাইক প্রচার করা হয় । মেমারি ব্যবসায়ী কল্যান সমিতি ও পৌরসভার পক্ষে সমস্ত ব্যাবসায়ী সহ সাধারণ মানুষকে জানানো হয়েছে যে আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত ।
১/ সব্জি, মাছ পাই কারি বাজার খোলা থাকবে সকাল ৭ টা পর্যন্ত ।
২/ খুচরো সব্জি মাছ বাজার খোলা থাকবে সকাল সাড়ে ১১ অবধি ।
৩/ চা মিষ্টি্র দোকান সহ বাকি সমস্ত খোলা থাকবে সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ।
৪/ ফুল ও ফল এর খুচরো ব্যবসা সকাল ৭ টা করে বিকেল ৪ টা পর্যন্ত ।
৫/ হোটেল খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর দুটো এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।