|
---|
নতুন গতি নিউজডেস্ক :মালদা- ছেলের জন্মদিন ধুমধাম করার ইচ্ছে ছিল ইংরেজবাজার এক দম্পতির। সেই হিসেবে আত্মীয়-স্বজনদেও প্রাথমিকভাবে বলাও হয়। ক্যাটেরারের সাথেও কথা বলা ছিল। কিন্তু লকডাউনের জেরে অনুষ্ঠান বাতিল করতে হয়। তার পরিবর্তে দু:স্থদের খাদ্য সামগ্রী বিলি করলেন ওই দম্পতি। শুক্রবার নিজের বাড়িতে দু:স্থদের ডেকে ছেলেকে দিয়ে ত্রাণ বিলি করা হয়। সামাজিক দূরত্ব মেনেই খাদ্য সামগ্রী দেওয়া হয়। ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লি এলাকার সিংপাড়ায় এদিন এই ছবি দেখা যায়। জানা গেছে, বাবা শিবু সিংহ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। তাঁর ছেলে সৌম্যদ্বীপ সিংহ। এবার ১১ বছরে পড়ল সে। গত বছরই পরিকল্পনা করা হয়, এ বছর অনুষ্ঠান করে জন্মদিন পালন করা হবে। কয়েক মাস আগে থেকে অনুষ্ঠানের প্রাথমিক কাজও শুরু হয়ে যায় বাড়িতে। আত্মীয় স্বজন থেকে ক্যাটেরারও বলা হয়। লকডাউনের জেরে সব বাতিল করতে হয়। অনুষ্ঠানের সেই জমানো টাকায় এলাকার দু:স্থদের ত্রাণ বিলির সিদ্ধান্ত নেন শিবু। প্রায় ২০০ পরিবারের হাতে ত্রাণ বিলি করা হয়। জানা গেছে, মাথা পিছু ২ কেজি করে চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ, আড়াইশো ডাল, সোয়াবিনের প্যাকেট, বিস্কুটের প্যাকেট ও সাবান বিলি করা হয়। এদিন শিবু জানান,‘আমার সাধারণ পরিবার। সামান্য রোজগারে সাধ্যমতো ত্রাণ বিলি করা হল। ছেলের জন্মদিনের অনুষ্ঠান না করা হলেও, তার পরিবর্তে দু:স্থদের পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগছে। ছেলেকে ওঁরা প্রাণ ভরে আশীর্বাদ করে গেছেন। এর থেকে বড় পাওনা আর কী হতে পারে?’