মখদুম আশরাফ মিশনের মালদা জেলা শাখার উদ্যোগে রাজ্য এবং কেন্দ্রের ত্রাণ তহবিলে জেলাশাসক এর মাধ্যমে ১ লক্ষ টাকা তুলে দেওয়া হয়

নতুন গতি নিউজডেস্ক: মালদা, ২৪ এপ্রিল : লকডাউনে মখদুম আশরাফ মিশনের মালদা জেলা শাখার উদ্যোগে রাজ্য এবং কেন্দ্রের ত্রাণ তহবিলে জেলাশাসক এর মাধ্যমে ১ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক জার্জিস আহমেদ, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, সদস্য রাজা আলম, তৌফিক আহমেদ সহ অন্যান্যরা মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক রাজর্ষি মিত্রর হাতে আর্থিক চেক তুলে দেন।গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বজুড়ে তাণ্ডব শুরু হয়েছে করোনা ভাইরাসের। সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন পরিস্থিতি। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা এবং রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা সাহায্য করেন সংগঠনের সদস্যরা।মখদুম আশরাফ মিশনের যুগ্ম সম্পাদক জার্জিস এই বিষয়ে  আহমেদ জানান, করোনা নিয়ে আতঙ্কিত সারাদেশের সঙ্গে মালদা জেলাও। এই পরিস্থিতিতে মানুষের উপকারের জন্য কেন্দ্র এবং রাজ্যের ত্রাণ তহবিলে তাদের সংগঠনের পক্ষ থেকে ১ লক্ষ টাকার আর্থিক চেক তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে।